বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ৩টার দিকে পুনেতে সেরাম ইনস্টিউটের ওই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের নির্মাণাধীন একটি ভবনে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ মহারাষ্ট্রের পুনে শহরের ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দমকল কর্মীরা আগুন নেভানোর সময় প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছিল।
বাংলাদেশ সেরাম ইনস্টিউটের কাছ থেকেই তিন কোটি ডোজ টিকা কিনেছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছানোর কথা।
এছাড়া, ভারত সরকার উপহার হিসেবে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) যে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে, সেটিও সেরাম ইনস্টিউটেরই টিকা।