ভারতে টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরেক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

0
502
ভারতে টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরেক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ভারতের তেলেঙ্গানা রাজ্যে করোনাভাইরাসের টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। গত বুধবার ভোরে ৪২ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মলা জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে ওই স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর এদিন দিবাগত রাত আড়াইটার দিকে তার বুকে ব্যথা শুরু হয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জেলার টিকাদান সংক্রান্ত কমিটি মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রাজ্যের কমিটিকে এই ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে। সেই রিপোর্ট দেখার পর তা পাঠানো হবে কেন্দ্রীয় কমিটির কাছে।

গত শনিবার থেকেই ভারতে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান। এরপর উত্তরপ্রদেশের মোরাদাবাদে সরকারি হাসপাতালের ৪৬ বছরের এক ওয়ার্ড বয়ের মৃত্যু হয় টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। তার পরিবারেরও দাবি, টিকা নেওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

এছাড়াও কর্ণাটকের ৪৩ বছরের এক ব্যক্তিও মারা গেছেন ভ্যাকসিন নেওয়ার পরে। আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের কারাগারে দুই ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধঅন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ: ছাত্রলীগ নেতা আটক