গত জুলাইয়ে কাশ্মীরের সোপিয়ান জেলায় ভুয়া এনকাউন্টারে জড়িত সেনা ক্যাপ্টেন এবং আরও দু’জন বেসামরিকসহ তিনজনের বিরুদ্ধে তথ্য গোপন, প্রমাণাদি নষ্ট করা এবং আফস্পা লংঘনের প্রমাণ মিলেছে।
জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) দায়ের করা অভিযোগপত্রে প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট বলেছে, ক্যাপ্টেন ভূপেন্দ্র সিংও তার উর্ধ্বতনদের এবং পুলিশকে সোপিয়ান এনকাউন্টার চলাকালীন তদন্তের বিষয়ে ভুল তথ্য সরবরাহ করেছিল।
ঘটনাটি ১৮ জুলাই ২০২০-এর সোপিয়ানের আমশিপুরার। যেখানে তিন যুবককে ‘সন্ত্রাসবাদী’ হিসাবে হত্যা করেছিল ভারতীয় মালাউন বাহিনী। পরে সোশ্যাল মিডিয়ায় তিন যুবক নির্দোষ বলে প্রতিবেদন প্রকাশের পরে সেনাবাহিনীর টনক নড়ে।
মৃতদের পরিবারের তরফে দাবি করা হয় নিহতরা রাজৌরির বাসিন্দা ও পেশায় শ্রমিক। ভুয়ো এনকাউন্টারের অভিযোগ আনা হয় সেনার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর ভারতীয় সেনারাও জানিয়েছে অভিযুক্তরা বিশেষ ক্ষমতা আফস্পা লংঘন করেছে। (আফস্পা বা [আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্ট] সেনাবাহিনীর জন্য একটি বিশেষ কুখ্যাত আইন। )