চট্টগ্রামে ২ প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, যুবক নিহত

0
518
চট্টগ্রামে ২ প্রার্থীর সমর্থকদের গোলাগুলি, যুবক নিহত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম আলাউদ্দিন।

বুধবার সকালে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসেফ আমবাগান টেকনিক্যাল স্কুলকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এ সময় পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল। নিহত আলাউদ্দিন কুমিল্লার সুলতান মিয়ার ছেলে।

জানা যায়, সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পর পাহাড়তলী ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী মাহামুদুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. আলাউদ্দিন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজেরুজালেমে প্রখ্যাত মুফতির বাড়ি দখল করে সিনাগগ বানাচ্ছে ইসরাইল
পরবর্তী নিবন্ধতালেবানকে অর্থায়ন করছে আল-কায়েদা, অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের