কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলা: ১ সেনা নিহত

1
676
কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলা: ১ সেনা নিহত

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় বাহিনীর উপরে স্বাধীনতাকামীদের গ্রেনেড হামলায় ১ ভারতীয় সেনা  নিহত এবং অন্য ৩ সেনা আহত হয়েছে। বুধবার সকাল সোয়া দশটা নাগাদ ওই হামলার ঘটনা ঘটে।

চলতি বছরে স্বাধীনতাকামী হামলায় এই প্রথম সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটলো। গণমাধ্যমে প্রকাশ, স্বাধীনতাকামীরা দক্ষিণ কাশ্মীরের শ্রীনগর-জম্মু মহাসড়কে সামশিপোরা খানাবল এলাকায় সেনাবাহিনীর রোড ওপেনিং পার্টির (আরওপি) সেনাদের উপরে গ্রেনেড হামলা চালায়। এরফলে চার সেনা আহত হয়।

আহত ওই সেনাদের শ্রীনগরে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এক মালাউনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ সংস্থার দাবি, সন্দেহজনক এক্সপ্লোসিভ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ফলে জওয়ানরা আহত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া প্রাথমিকভাবে ওই ঘটনাকে গ্রেনেড আক্রমণ বলে মন্তব্য করেছে।

খবর পার্সটুডে’র

১টি মন্তব্য

  1. আলহামদুলিল্লাহ এই খবর শুনে আমি অনেক খুশি হয়েছি।হে আল্লাহর মর্দে মুজাহিদরা,হে যোদ্ধা নবীর উম্মতেরা,হে ইসলামের অকুতোভয় বীর মুজাহিদেরা,হে দ্বীনের অতন্দ্র প্রহরীরা ,হে ইমাম মাহদীর অগ্রসেনানীরা! তোমাদের কথা কল্পনা করতেই মনটা আনন্দের আতিশয্যে হারিয়ে যায়। মনের ভেতর বুক ভরা আশা জাগ্রত হয়।হে আমাদের প্রাণপ্রিয় ইসলামের অকুতোভয় বীর মুজাহিদেরা! তোমরা আল্লাহর রাহে জীবন পণ লড়াই করে যাও। আল্লাহ সদা সর্বদা তোমাদের সাথেই আছেন।আর হে মালাউন মুশরিক এবং তোদের দোসর এবং ইসলামের বিপক্ষ শক্তি!তোরা খুব মনোযোগ সহকারে শুনে রাখ তোদের দেনা পাওনা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এবং সারা পৃথিবীব্যাপী ইসলামকে বিজয়ী করার আগ পর্যন্ত আমরা তোদের ঘুমকে হারাম করে রাখব। এবং তোদের কে গঙ্গা স্নান নয় রক্ত দিয়ে গোসল দিয়েই আমরা ক্ষান্ত হবে বিইযনিল্লাহ। আমীন ইয়া রব্বাশ শুহাদায়ি ওয়াল মুজাহিদীন।

Leave a Reply to সালাহুদ্দিন আইয়ূবী প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনে মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইলি বাহিনী
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডের মতো সিঙ্গাপুরের মসজিদে হামলার পরিকল্পনা ছিল খ্রিস্টান সন্ত্রাসীর