আইমান সাদিকের ‘সশস্ত্র’ ছবি ভাইরাল, সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া

1
912
আইমান সাদিকের ‘সশস্ত্র’ ছবি ভাইরাল, সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া

আইমান সাদিক। টেন মিনিট স্কুল, সমকামীতার পক্ষাবলম্বনসহ বেশ কিছু ইস্যুতে কয়েক বছর ধরে বাংলাদেশে বিতর্কিত একটি নাম। আইমান সাদিকের সাথে তার সহযোগী ও বন্ধুরাও বরাবরই আলোচনায় থাকে বিতর্কিত নানা ইস্যুতে। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি আপলোড দিয়ে সম্প্রতি আবার বিতর্ক উস্কে দিয়েছে আইমান সাদিক।

আইমান সাদিকের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে, সে তার ১৪ জন বন্ধুকে সাথে নিয়ে একটি ছবি আপলোড করেছে, যেখানে তারা সবাই ‘অস্ত্র’ হাতে নিয়ে বিভিন্ন পোজ দিয়েছে। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই তা নিয়ে নেটিজেনদের মাঝে নানা মাত্রিক প্রতিক্রিয়া দেখা গেছে।

কেউ কেউ বলেছেন, কিছুদিন আগে একজন দাড়ি-টুপি পরিহিত মানুষ খেলনার অস্ত্র হাতে শখের বসে ছবি তুলেছিলেন। খামখেয়ালির বসে তিনি সেই ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেন। এরপরই শুরু হয় তুলকালাম কাণ্ড। এমন ছবি আপলোড করার অপরাধে দাড়ি-টুপি পরিহিত সেই মানুষটিকে হাতকড়া, থানা, জেলের শিক পর্যন্তও দেখতে হয়েছে।

শুধু শখের বসে খেলনার অস্ত্র হাতে ছবি তোলায় কি অপরাধ ছিল সেই দাড়ি-টুপি পরিহিত মানুষটির। সামাজিক মাধ্যমে জোরালোভাবে এমন একটি প্রশ্ন ওঠাতে দেখা গেছে নেটিজেনদের।

একজন দাড়ি টুপি পরিহিত মানুষের যে কাজটা প্রশাসনের কাছে অপরাধ সেটাই আইমান সাদিকরা করলে একজন যুবকের হেয়ালিপনা! দাড়ি-টুপির প্রতি কিছু মানুষের কেন এতো বিদ্বেষ- জ্বালাপোড়া- এভাবেও লিখেছেন কেউ কেউ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত  ইন্সটাগ্রামে আইমান সাদিকের ‘সশস্ত্র’ সেই ছবি আপলোডের ২১ ঘণ্টারও অধিক পার হয়েছে; কিন্তু তা নিয়ে দায়িত্বশীলদের কারো পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। প্রশাসনের লোকজনের মাঝেও দেখা গেছে এক ধরণের নির্লিপ্তভাব।

সময়ে সময়ে ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে বির্তক তৈরিকারী আইমান সাদিক সেকুলারপন্থী ও পশ্চিমাপ্রেমী হিসেবে পরিচিত হওয়ার কারণেই কি তবে তাদের কাছ থেকে সে পাচ্ছে সিমপ্যাথী!- সামাজিক মাধ্যমে এমন নানান প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের।

 

১টি মন্তব্য

Leave a Reply to Islamic Reminder প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে হিজাব নিষিদ্ধের প্রস্তাব দিলো প্রেসিডেন্ট প্রার্থী
পরবর্তী নিবন্ধভারতের দুই কুফরী হাইকোর্টের রায়: স্বামীকে খুন করলেও স্ত্রী পাবে তার পেনশন