দখলকৃত পশ্চিম তীরে সন্ত্রাসবাদী ইহুদি বাহিনী গত জানুয়ারিতে ৪৫৬ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃদের মধ্যে ৮ জন মহিলাসহ ৯৩ জন্য নাবালক শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওয়াফা নিউজের তথ্যসূত্র মতে, শুধুমাত্র গত জানুয়ারি, একমাসেই এ আগ্রাসন চালায় সন্ত্রাসবাদী ইসরায়েল।
গ্রেফতারকৃদের বেশিরভাগই অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন শহরের বাসিন্দা।
উল্লেখ্য যে, গেল বছর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সাতে কুটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পর থেকে আরও বেশি আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অসংখ্য বাড়িঘর গুড়িয়ে দিয়ে নতুন নতুন ইহুদি বসতি গড়ে তুলছে ইসরায়েল। ইসরায়েল আন্তর্জাতিক কোন রকম আইনের তোয়াক্কা না করেই এ কাজ চালিয়ে যাচ্ছে।
প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি জানিয়েছেন, এ পর্যন্ত ৪৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে দখলদার কারাগারে। এদের মধ্যে ৩৭ মহিলা, ১৪০ জন নাবালক শিশু বন্দী রয়েছে।