ভারতে হিমবাহ ধসে মৃত বেড়ে ১৮ , এখনো নিখোঁজ ২ শতাধিক মানুষ

0
413
ভারতে হিমবাহে ধসে মৃত বেড়ে ১৮ , এখনো নিখোঁজ ২ শতাধিক মানুষ

ভারতের উত্তরাখণ্ডে বিশাল হিমবাহ ধসে ও বাঁধ ভেঙে আচমকা বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২০০ জনেরও বেশি মানুষ।

এর আগে, রোববার উত্তরাখণ্ডের চামোলিতে হিমবাহ ধসে পাহাড়চূড়া থেকে কাদামাটি ও পানির বিশাল স্রোত নেমে আসে অলকানন্দা নদীর প্রবাহ বেয়ে। মুহূর্তেই এর নিচে চাপা পড়ে তপোবন জলবিদ্যুৎ কেন্দ্রসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা।

এ ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো নিখোঁজ অনেকের সন্ধান পাওয়া যায়নি। ফলে ভয়াবহ এই দুর্যোগে শতাধিক প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই এলাকায় একটি টানেলের ভেতর অন্তত ৩৯ জন শ্রমিক আটকা রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন বলছে, বন্যা নামার সময় টানেলের ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। কিন্তু কাদামাটিতে মুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেননি। তাদের সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি।

উদ্ধারকারী দলের এক কর্মকর্তা বলেছেন, টানেলের ঠিক কোন জায়গায় শ্রমিকরা আটকে রয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

একই এলাকার আরেকটি ছোট টানেল থেকে রোববার ১২ শ্রমিককে উদ্ধার করা হয়েছিল।

খবর আনন্দবাজার পত্রিকার

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার চাঁদাবাজি করে চেয়ারম্যান ধরা
পরবর্তী নিবন্ধমহা সংকটের মুখোমুখি কাশ্মীরের শাল শিল্প