শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারপিটের ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে মিছিলের ছবি ধারণ করায় সংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় মিছিলকারীদের হামলায় ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি এস এম জুবায়ের দ্বীপ আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেরপুর শহরের পূর্বশেরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জুবায়ের দ্বীপ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহরের পূর্বশেরী এলাকার বাসিন্দা কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দ ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের কর্মী-সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে ইতোপূর্বে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
গতকাল সোমবার চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারী নাহিদ হাসান ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন। এতে পুরনো দ্বন্দ্ব আবারো মাথাচাড়া দিয়ে ওঠে এবং গতকাল রাতে মুরশীদুর রহমান আকন্দের অনুসারীরা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করলে সহিংস ঘটনা ঘটে।
ওই সহিংস ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ডিবিসি টিভির শেরপুর প্রতিনিধি এস এম জুবায়ের দ্বীপ পূর্বশেরী এলাকায় যান। এসময় অস্টমীতলা এলাকার দিক থেকে আসা ছাত্রলীগ নেতা মুরশীদুর রহমান আকন্দের অনুসারীদের একটি মিছিল থেকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ‘আজাদের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দেওয়া হয়।
সাংবাদিক জুবায়ের দ্বীপ সেই মিছিলের ভিডিও ধারণ করতে থাকলে ওই মিছিল থেকেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাঁকে মারপিটে আহত করা হয়। এসময় তাঁর মোবাইল ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেয় হামলাকারীরা। তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। নবনির্বাচিত পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর থানার ওসি আব্দুলস্নাহ আল মামুন, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাংবাদিক নৃেতৃবৃন্দ রাতেই আহত জুবায়ের দ্বীপকে দেখতে জেলা হাসপাতালে ছুটে যান ও তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। হামলার ঘটনায় কালের কণ্ঠ
কুত্তা কুত্তা লাগলে যেমন হয়