সিরিয়া | ৭ মাস পর মুক্তি পেলেন সাংবাদিক বিলাল আবদুল কারিম

1
731
সিরিয়া | ৭ মাস পর মুক্তি পেলেন সাংবাদিক বিলাল আবদুল কারিম

সিরিয়ায় বিদ্রোহী গ্রুপ তাহরির আশ-শাম (এইচটিএস) কর্তৃক আটক হওয়ার প্রায় ৭ মাস পর মুক্তি দেওয়া হয়েছে সাংবাদিক বিলাল আবদুল কারিমকে।

জানা যায় যে, মার্কিন-বংশোদ্ভূত সাংবাদিক বিলাল আবদুল করিম ছিলেন সিরিয়ান ও বিশ্ব মুসলিমদের নিকট জনপ্রিয় একজন সাংবাদিক। যিনি যুদ্ধের উত্তপ্ত ও কঠিন মুহুর্তেও সিরিয়ান মুসলিমদের বাস্তব চিত্রকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। এই কাজ করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্তও আহত হয়েছিলেন তিনি।

গত বছরের (২০২০) আগস্টে এইচটিএস নির্দিষ্ট কোন কারণ ছাড়াই তাকে আটক করে, দীর্ঘ ৭ মাস ইদলিবের কোন গোপন এক কারাগারে তাকে বন্দী রাখে দলটি। অতঃপর গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধা ৬:৩০ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।

আবদুল কারিমকে কেন দীর্ঘ এই সময় গ্রেপ্তার করে রাখা হয়েছিল, এইচটিএইচ থেকে এখনো পর্যন্ত এবিষয়ে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

১টি মন্তব্য

Leave a Reply to Amanullah প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | মুজাহিদদের হামলায় ১০ এরও অধিক নাপাক সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধহোস্টেলে সিট নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৯