ময়মনসিংহ মেডিকেল কলেজে বাঘমারা ছাত্রাবাসের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়।
সংঘর্ষে নয়জন মেডিকেল ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সংঘর্ষে আহত হয়েছেন-মেডিকেল ছাত্র রোকন, রোপা, শাওন, সৌরভ, রিফাত, ইসতিয়াক, রামিম ও জায়েদ। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ময়মনসিংহ নগরীর বাঘমারা মেডিকেল ছাত্রাবাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের একজন সমর্থককে ছাত্রাবাস থেকে বের করে দেয় যুগ্ম-সাধারণ সম্পাদকের সমর্থকরা। এতে উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ রাত ১০টায় মুঠোফোনে বলেন, ‘সিট দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। আমাদের সময়