মাওলানা মামুনুল হক বলেছেন, আল্লাহর রাসূল (স.)কে নিয়ে যারা গালি দিবে কুটূক্তি করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড।
বাংলাদেশের আইনজিবি সহ সকলের দায়িত্ব আল্লাহর নবীর আশেক যারা তাদের পক্ষে অবস্থান নেওয়া।
বৃটিশ ভারতে যখন রঙ্গিলা রাসূলের লেখককে একজন আল্লাহর নবীর আশেক খতম করেছিলো তখন বাংলাদেশের আইনবিজি তার পক্ষে কোর্ডে অবস্থান নিয়েছিলো।
আজ আমরাও দেখতে চাই বাংলাদেশে যারা নবীর দুশমনকে খতম করেছে, দল মন নির্বিশেষে সকলে তাদের পক্ষে অবস্থান নেওয়া প্রয়োজন।
মাওলানা মামুনুল হক আরো বলেন, আমার নবীকে যারা কুটূক্তি করবে, শাসকের দায়িত্ব তাদের শাস্তি কার্যকর করা। কোন শাসক যদি এই দায়িত্ব পালনে ব্যার্থ হয় এর দায় ঐ শাসককেই নিতে হবে।
শাসকের ব্যার্থতার কারনে কোন মুসলমান ব্যাক্তিগতভাবে নিজেই আল্লাহর রাসূলের দুশমনের উপর মৃত্যুদণ্ড কায়েম করে দেয়, যদিও এটা শাসকের দায়িত্ব। তাহলে এটা শাসকের ব্যার্থতা বলে বিবেচিত হবে।
সুতরাং এই সকল আশেকে রাসূলদের শাস্তি দেওয়ার আগে শাসকের উচিত নিজেদের ব্যার্থতার কারণে নিজের শাসকের গদি ছেড়ে দেওয়া।
সূত্র: জাদিদ মিডিয়া
হেতে তো তাগুতের দারে বিচার ল্লাই দাবি জানা
হেতে তার মাদরাসাই জিহাদি বই পড়াল্লাই ছাত্র বের করে দেয়
হিতার চবি আন্নিরা চারচুন কিল্লায়