উত্তরপ্রদেশে কথিত মুসলিম বিদ্বেষী ‘লাভ জেহাদ’ বিল পাস

0
797
উত্তরপ্রদেশে কথিত মুসলিম বিদ্বেষী ‘লাভ জেহাদ’ বিল পাস

ভারতের উত্তরপ্রদেশে কথিত মুসলিম বিদ্বেষী ‘লাভ জেহাদ’ বিল পাস হয়েছে। ২৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের বিধানসভায় কণ্ঠভোটে বিলটি পাস হয়।

‘লাভ জেহাদ’ নিয়ে হতে যাওয়া নতুন আইনে বলা হয়েছে, রাজ্যে বিয়ের জন্য কোনও নারীকে ধর্মান্তকরণ করা হলে তা বাতিল বলে বিবেচিত হবে। পাশাপাশি, বিয়ের পরে ধর্ম বদলাতে চাইলে জেলা প্রশাসকের কাছে আবেদন জানাতে হবে। অন্যথায়, অভিযুক্তের ৩ থেকে ১০ বছরের সাজা হতে পারে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানাও করা হতে পারে।

এদিকে এই আইনকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস।

উত্তরপ্রদেশের একাংশের অভিযোগ, উত্তরপ্রদেশ পাস হওয়া এই বিল সমাজ ও সংবিধানের চরিত্র বদলে দিতে পারে। এমনকি, সমাজের এক শ্রেণির মানুষ এটাকে হাতিয়ার করে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দিতে পারে মুসলিদের।

গত বছরের নভেম্বরের আগে এই আইনটি জারি করেছিল উত্তরপ্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেল।

সূত্র: টাইমস নাউ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনবীকে নিয়ে যারা কুটূক্তি করবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড: আল্লামা মামুনুল হক
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে ‘পুরিম’ উৎসবের অজুহাতে মসজিদে ইবরাহীমির আজান বন্ধ করে দিলো ইসরাইল