খোরাসান| বাস্তুচ্যুত পরিবারগুলিতে খাদ্য সহায়তা প্রদান করলো তালেবান

0
594
খোরাসান| বাস্তুচ্যুত পরিবারগুলিতে খাদ্য সহায়তা প্রদান করলো তালেবান

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে বাস্তুচ্যুত শত শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে তালেবান।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালেবান মুজাহিদিন গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মুরতাদ কাবুল বাহিনীর সামরিক অভিযানের ফলে বাস্তুচ্যুত হওয়া শত শত পরিবারের মাঝে বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা বিতরণ করেছেন।

তালেবান মুখপাত্র মুহতারাম ক্বারী ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ্ এক টুইট বার্তায় বলেছেন যে, তালেবানের দাতব্য সংস্থা এবং ওয়ার্ল্ড ফুড (ডাব্লুএফপি) এর সহযোগিতায় কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলায় বাস্তুচ্যুত শত শত পরিবারে খাদ্য সহায়তা সরবরাহ করা হয়েছে।

কান্দাহারের পাঞ্জওয়াই এবং আরঘান্ডাব জেলায় সাম্প্রতিক কাবুল বাহিনীর সামরিক অভিযানের ফলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে, বর্তমানে যাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সহায়তার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। এর লক্ষ্যে তালেবান তাদের সাধ্যমত সহায়তা করে যাচ্ছে।

এটি লক্ষ্য করা উচিত যে, তালেবান মুজাহিদিন ইতিমধ্যে তাদের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা এবং অন্যান্য বিদেশী দাতব্য সংস্থার সহায়তায় দেশের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার পরিবারকে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করেছে। আর এই ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তালেবান।

IMG-20210225-204304

IMG-20210225-204301

IMG-20210225-204258

IMG-20210225-204256

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা উপত্যকায় কৃষক ও জেলেদের উপর ইসরায়েলি বাহিনীর আক্রমণ
পরবর্তী নিবন্ধমালি | মুজাহিদদের হামলায় ১৭ মুরতাদ সৈন্য হতাহত, ৩টি সাজোঁয়া যানসহ প্রচুর গনিমত লাভ