পাকিস্তানের লাকি মারওয়াতে দেশটির পুলিশ বাহিনীর উপর এক হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গত দু’দিন আগে (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলার একটি অভ্যন্তরে অবস্থিত চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ফালাক নাজ নামে এক পুলিশ সদস্য।
পাকিস্তানের শীর্ষস্থানীয় জিহাদী গ্রুপ তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মোহাম্মদ খোরাসানী গত ১লা মার্চ এই হামলার দায় স্বীকার করেছেন।
এছাড়াও এদিন তিনি পাকিস্তানে মুরতাদ বাহিনীর ভুয়া এনকাউন্টার বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, পাকিস্তানে ভুয়া এনকাউন্টারগুলির জন্য কুখ্যাত পুলিশ বিভাগ ‘সিটিটি’ কিছুদিন আগে সুক্কুর অঞ্চলে একটি পুলিশ এনকাউন্টার দাবি করেছিল, যাতে তারা আমাদের দুই মুজাহিদ সাথীকে শহিদ করার দাবি করেছে।
তিনি বলেন, এই এনকাউন্টারটি যথারীতি একটি ভুয়া এনকাউন্টার ছিল, নাপাক বাহিনী ভুয়া এনকাউন্টারে আমাদের যেই দুই মুজাহিদ ভাইয়ের ছবি ও নাম প্রকাশ করেছিল, তাদের উভয়কেই কিছুদিন আগে গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে কারাবাসের সময় চরম নির্যাতনের মাধ্যমে নাপাক বাহিনী শহিদ করে দিয়েছিল।