অবশেষ আমেরিকার গোলাম মুরতাদ কাবুল বাহিনী তালেবানের ভয়ে বালা মুরগাব জেলায় তাদের নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটিটি ছেড়েও পালিয়েছে।
মুরতাদ কাবুল সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে যে, তারা বাদঘিস প্রদেশের বালা মুরগাব জেলা থেকে তাদের শেষ সামরিক দলটিও প্রত্যাহার করেছে এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন করা কয়েক ডজন সেনাকেও তারা সরিয়ে নিয়েছে।
কাবুল বাহিনী বলছে যে স্থানান্তরিত হওয়ার কারণ ছিল, খাদ্য ও অস্ত্র সরবরাহের ক্ষেত্রে সমস্যা, রাস্তা বন্ধ এবং ট্র্যাফিক যানজট বৃদ্ধি পাওয়া। এবং সামরিক বেসের অধিকাংশ নিরাপত্তা কর্মী জেলার বাইরে আটকা পড়াই ছিল প্রধান কারণ।
স্থানীয় সূত্র জানিয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি রাতেই জেলাটিতে থাকা সকল বিমান সরিয়ে নিয়েছে সেনারা এবং যাওয়ার সময় সেনারা বেশিরভাগ গোলাবারুদ ও সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। সেনারা চলে গেলে অনেক স্থানীয়রা সরঞ্জামগুলো নিরাপদ রাখতে আগুন নিভানোর কাজও করেছেন।
রিপোর্ট থেকে জানা যায় যে, বাদঘিসের বালা মুরগাব জেলা কেন্দ্রটি কয়েক বছর ধরেই নিয়ন্ত্রণ করে আসছে তালেবান। যার ফলে জেলাটির সকল গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানের উপর কর্তৃত্ব ছিল তালেবানদের। অপরদিকে কাবুল সরকার জেলার প্রত্যন্ত অঞ্চলে কয়েক ডজন সেনা মোতায়েন করে রেখেছিল দীর্ঘদিন, তবে এসব সৈন্যরা তালেবানদের প্রচণ্ড অবরোধের কবলে পড়েছিল। খাদ্য আর অস্ত্র সরবরাহ করতে না পারায় অনেক সৈন্যই পালিয়ে গিয়েছিল, আবার কেউ কেউ এসময় তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে।
সর্বশেষ জেলাটিতে থাকা তাদের শেষ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের সাথে সাথে জেলার সমস্ত অঞ্চল তালেবান মুজাহিদদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে এবং জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকা সকল সৈন্য পালিয়ে যায়।
কাবুল বাহিনীর সামরিক ঘাঁটি ছেড়ে যাওয়ার পরের কিছু দৃশ্য