নারী ও শিশুদের অপরহরণকালে হাতেনাতে তালেবানদের হাতে বন্দী হয়েছে কাবুল সরকারের প্রাদেশিক এক সেনা অফিসার।
তালেবান জানিয়েছে যে, তারা আজ (৪/০৩/২১) সকালে জবুল প্রদেশের কলাত এলাকায় একজন সরকারী সেনা অফিসারকে আটক করেছেন। যখন সে একজন মহিলা ও তার দু’টি বাচ্চাকে তাদের এলাকা থেকে অপহরণ করে কাবুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
একজন তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমদী (হা.) উক্ত সেনা অফিসারের নাম “লালাম” হিসাবে চিহ্নিত করেছেন, এবং বলেছেন যে, সে বর্তমানে কলাতের একটি স্কুলে ডেপুটি হিসাবে কর্মরত আছে। আহমদী বলেছেন, সে কাবুল সরকারের একটি প্রাইভেট গাড়িতে কলাত বাজার থেকে বিবাহিত উক্ত মহিলা ও তার দুই বাচ্চাকে অপহরণ করে। পরে স্থানীয়দের সহায়তায় তালেবানদের নিরাপত্তা বিভাগের সদস্যরা উক্ত মহিলা ও বাচ্ছাদেরকে নিরাপদে উদ্ধার করে এবং আপহরণকারীকে জীবন্ত আটক করে।
স্থানীয়রা বলছেন, কমান্ডার লালামের বিরুদ্ধে আগে ওই এলাকায় নৈতিক ও ফৌজদারি অপরাধের অভিযোগ ছিল।
এটি লক্ষণীয় যে, তালেবানরা তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলি ছাড়াও কাবুল সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিতেও দুর্নীতি রোধে কাজ করে চলছেন, তবে কাবুল সরকারী মিলিশিয়ারা বর্তমানে বিভিন্ন হত্যাকান্ড ও অপহরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।