ইসলামবিদ্বেষের মোড়কে মুসলিমদের ব্যক্তি ও সম্প্রদায়ের উপর চাপিয়ে দেয়া সীমাহীন নির্যাতন, নিপীড়ন, সহিংসতা ও বৈষম্যকে চিরস্থায়ী ও স্বাভাবিকরণের প্রক্রিয়া চলছে।
জাতিসংঘের ধর্ম পালণের স্বাধীনতা ও বিশ্বাস বিষয়ক বিশেষ প্রতিবেদক আহমেদ শাহেদ জাতিসংঘের কথিত মানবাধিকার অধিদপ্তরকে সতর্ক করে বলেন,”মুসলমানদের উপর জাতিসংঘের ক্রমবর্ধমান এই প্রাতিষ্ঠানিক সন্দেহ ও বিদ্বেষ ভয়াবহ রূপ ধারণ করেছে।” কতিপয় রাষ্ট্র, ধর্মীয় ও আন্তর্জাতিক সংগঠনকেও তিনি এর জন্য দোষারোপ করেন।
রাষ্ট্রগুলো সুরক্ষা নীতির আড়ালে এমন সব পদক্ষেপ নিয়েছে যা মুসলিমদের প্রতি বিদ্বেষের বহি:প্রকাশ।
রাষ্ট্রগুলোর এই নীতি মুসলিমদের দৈনন্দিন ধর্মীয় বিশ্বাস, সাম্প্রদায়িক নিরাপত্তা, নাগরিক হিসাবে সুযোগ লাভের অধিকার ব্যহত করে মুসলিমদের আর্থসামাজিকভাবে বর্জন ও কলঙ্কের লক্ষবস্তুতে পরিণত করে।