ফিলিস্তিন | ৩ জেলেকে খুন করল সন্ত্রাসবাদী ইসরায়েল

0
482
ফিলিস্তিন | ৩ জেলেকে খুন করল সন্ত্রাসবাদী ইসরায়েল

দক্ষিণ গাজার পানিসীমায় ফিলিস্তিনিদের মাছ ধরার একটি ট্রলারে মর্টার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর ফলে তিন ফিলিস্তিনি জেলে নিহত হয়।

গতকাল সকালে খান ইউনুস এলাকার পানিসীমায় মাছ ধরার সময় তারা শিকার হন। নিহতরা হলেন ইয়াহিয়া লাহাম, হামদি লাহাম এবং জাকারিয়া লাহাম। খবর ওয়াফা নিউজ।

এর আগেও বহুবার গাজার নিরীহ জেলেদের ওপর হামলা হামলা চালিয়েছে সন্ত্রাসবাদী ইসরায়েল নৌবাহিনী। এ ধরণের হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি জেলে হতাহত হয়েছেন।

গত গ্রীষ্ম থেকে দখলদার বাহিনী ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দীর্ঘ ১৪ বছরের কঠোর অবরোধের কারণে এমনিতেই গাজার মানুষ অর্থনৈতিক সংকটে রয়েছেন।

সেখানকার অনেক পরিবার বংশানুক্রমে মাছ ধরার ওপর নির্ভরশীল। সাগরে মাছ শিকার ও তা বিক্রি করেই তারা জীবন নির্বাহ করে থাকেন।

ফিলিস্তিনি জেলেদের অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এসব হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রাতিষ্ঠানিকভাবে ইসলামবিদ্বেষ ভয়াবহ হচ্ছে জাতিসংঘে
পরবর্তী নিবন্ধইয়ামান | হুথী বিদ্রোহীদের অবস্থানে আল-কায়েদার হামলা, নিহত ৩