মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করে নতুনভাবে ইসলামভীতি ছড়াচ্ছে সুইজারল্যান্ড

0
475
মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করে নতুনভাবে ইসলামভীতি ছড়াচ্ছে সুইজারল্যান্ড

মানবতা আর প্রগতিশীলতার বুলি আওড়ানো ইউরোপের কথিত সুশীল রাষ্ট্র সুইজারল্যান্ড ইসলামের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মুসলিমদের ধর্মীয় পোশাক নিক্বাব নিষিদ্ধ করেছে।

এ উপলক্ষে গত রবিবার দেশটি একটি গণভোটের আয়োজন করে, যেখানে ৫১.২% ভোটে জনসমাগম স্থলে মুসলিম নারীদের পোশাক নিক্বাব পরিধানের নিষিদ্ধকরণ বিল পাশ করা হয়। সুইজারল্যান্ডের ডানপন্থী দল সুইস পিপলস পার্টির “মৌলবাদ দমন করো” ক্যাম্পেইনের অংশ হিসাবে এই গণভোটের আয়োজন হয়।

ইসলাম ধর্ম ও মুসলিমদের বিরুদ্ধে নিক্বাব ইস্যুতে সুইজারল্যান্ডে এই ধরণের গণভোট প্রথম নয়। এর আগে ২০০৯ সালে সুইস পিপলস পার্টির ইন্ধনে সুইস জনগণ মসজিদের মিনার নির্মাণের বিরুদ্ধে গণভোট দেয়। মিনার নির্মাণকে তখন দেশটিতে ইসলামাইজেশনের মূর্ত প্রতীক হিসাবে তুলে ধরা হয়।

IMG-20210308-150625-548

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতিস্তার পানি বন্টন নিয়ে মমতার নীতি, ‘আমি খাব, তারপরে তো দেব
পরবর্তী নিবন্ধপাকিস্তান | টিটিপির হামলায় উচ্চপদস্থ ২ অফিসারসহ ৫ মুরতাদ সৈন্য নিহত