ইরান | সেনাবাহিনীর উপর আক্রমণ বাড়িয়েছে জাইশুল-আদল

0
828
ইরান | সেনাবাহিনীর উপর আক্রমণ বাড়িয়েছে জাইশুল-আদল

ইরানের বালুচিস্তান অঞ্চলে দেশটির মুরতাদ সেনাবাহিনীর বিরুদ্ধে জাইশুল-আদল-এর আক্রমণ বৃদ্ধি পেয়েছে, যেখানে ইরান সরকার বিরোধী উত্তেজনা পূর্ব থেকেই অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ রাতে সুন্নি জিহাদী গ্রুপ জাইশুল-আদল বেলুচিস্তানের জাহদানের নিকটবর্তী কালেবিড অঞ্চলে সামরিক বাহিনীর ঘাঁটিগুলিতে আক্রমণ করেছে। এতে শত্রুবাহিনীর জান-মালের ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্রমতে, মুজাহিদগণ রকেট দিয়ে এসব হামলাগুলো চালিয়েছেন, তবে এসব রকেট হামলায় কত শত্রু সেনা হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনও তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে গত ২ মার্চ, জাইশুল-আদল ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সেরওয়ান শহরের নিকটবর্তী বেম পশত অঞ্চলে ইরানী সামরিক বাহিনীর একটি কাফেলার উপর হামলা করা হয়। যার ফলে কমপক্ষে ৫ মুরতাদ সৈন্য নিহত এবং ৩ মুরতাদ সৈন্য মুজাহিদদের হাতে বন্দী হয়।

গতকাল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে এই গ্রুপটি জোর দিয়ে বলেছে যে, যুদ্ধ এবং প্রতিরোধই এই অঞ্চলে মুসলিমদের মুক্তির একমাত্র উপায়।

IMG-20210307-195021

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজেদের মধ্যেই আ.লীগের দুই পক্ষের বিশৃংখলায় ১৪৪ ধারা জারি
পরবর্তী নিবন্ধদুদক কর্মকর্তার ঘুষ দাবি