আল আকসার সম্মানিত খতীবকে ইসরায়েলি সেনাদের গ্রেফতার

0
826
আল আকসার সম্মানিত খতীবকে ইসরায়েলি সেনাদের গ্রেফতার

ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের খতীব ‘শায়খ ইকরামা সাবরিকে’ গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি সেনারা। গতকাল (বুধবার ১০ মার্চ) সকালে তাকে গ্রেফতার করে।

পত্রিকার বিবৃতিমতে দখলকৃত জেরুজালেমের আল সুওয়ানা পাড়ায় বাইতুল মুকাদ্দাসের খতীব শায়খ ইকরামা সাবরির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেনারা।

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে দখলদার বাহিনী শেখ সাবরির বাড়িতে হামলা করে। এবং ঘরে ঢুকে ব্যাপক তল্লাশী চালিয়ে তাকে আটক করে অজানা গন্তব্যের দিকে নিয়ে যায়।

 সূত্র: আলকুদস ও আল-ওয়াফা নিউজ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | যেই হামলায় রাশিয়ান ও নুসাইরী বাহিনীর ২৩ সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধযোগীরাজ্যে পুলিশের ছেলের ‘গণধর্ষণ’, থানায় অভিযোগের পর দুর্ঘটনায় বাবার মৃত্যু