যোগীরাজ্যে পুলিশের ছেলের ‘গণধর্ষণ’, থানায় অভিযোগের পর দুর্ঘটনায় বাবার মৃত্যু

0
729
যোগীরাজ্যে পুলিশের ছেলের ‘গণধর্ষণ’, থানায় অভিযোগের পর দুর্ঘটনায় বাবার মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশ কানপুরে ২ দিন আগে মেয়ের ‘গণধর্ষণ’ হয়েছে। কোনও রকমে সাহস জুগিয়ে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন বাবা। কিন্তু আর ফিরলেন না। পথ দূর্ঘটনায় মৃত্যু হল তাঁর। এর পিছনে চক্রান্ত আছে নাকি অন্য কোনও ঘটনা, এখনও পর্যন্ত জানা যায়নি।

জানা গিয়েছে, যারা ‘গণধর্ষণ’ মামলায় অভিযুক্ত, তাঁদের বাবা দীপু যাদব এবং সৌরভ যাদব কানপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কান্নুজ জেলায় উত্তরপ্রদেশ পুলিশের সাব ইনসপেক্টর পদে কর্মরত।

নির্যাতিতার পরিবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। ‘গণধর্ষণ’ মামলা দায়েরের করার পর থেকেই অভিযুক্তদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। তাঁরা অভিযোগ জানিয়েছে, তাদের মেয়ের ‘গণধর্ষণে “পুলিশ জড়িত”। কারণ, গলু যাদব বারবার করে হুমকি দেয়, “সাবধানে থাকুন। আমার বাবা পুলিশের সাব-ইনস্পেক্টর।”

নির্যাতিতার দাদু সংবাদ মাধ্যমকে জানিয়েছন, ‘তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িয়ে পুলিশ’।

ট্রাক দুর্ঘটনায় মারা গিয়েছে নির্যাতিতার বাবা। ঘটনাস্থল থেকে কানপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার।

সূত্র: জি নিউজ ২৪

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল আকসার সম্মানিত খতীবকে ইসরায়েলি সেনাদের গ্রেফতার
পরবর্তী নিবন্ধটিকা নিয়েও করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার