ফিলিস্তিনের একটি গ্রাম থেকে কয়েক ডজন জলপাই গাছের চারা উপড়ে ফেলেছে সন্ত্রাসবাদী ইসরায়েল।
ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুদুস নিউজ নেটওয়ার্ক জানায়, গত ১৭ মার্চ সকালে পশ্চিম তীরের দক্ষিণ নাবলুসের জালুদ গ্রামে এ আগ্রাসন চালায় জালেম ইসরায়েল।
খবরে বলা হয়, সন্ত্রাসী ইসরায়েল ৪০টি জলপাই উপড়ে ফেলে এবং বাকীগুলো চুরি করে নিয়ে যায়।
ফিলিস্তিনিরা প্রতি বছর পশ্চিম তীরে প্রায় হাজার হাজার জলপাই গাছ রোপণ করে। যার বেশিরভাগই তেল উৎপাদনকারী জাতের।
খবরে আরও বলা হয়, গত ২০২০ সাল থেকে এ পর্যন্ত ৮৬৯ অভিযান চালিয়ে ৬,৫০৭ টি জলপাই গাছ ধ্বংস করেছে ইসরায়েল।
মূলত গাছ ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলতে চাচ্ছে অভিশপ্ত ইহুদিরা। যাতে আরও বেশি নতুন এলাকা জোর পূর্বক দখল করতে পারে।
উল্লেখ যে, পশ্চিম তীরে ৭ লাখেরও বেশি ইহুদি অবৈধভাবে জোর পূর্বক বসবাস করছে।