বি-বাড়িয়ায় পুলিশ-বিজিবির গুলিতে পাঁচজন নিহত, আহত শতাধিক

2
1169
বি-বাড়িয়ায় পুলিশ-বিজিবির গুলিতে পাঁচজন নিহত, আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা–সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পুলিশ–বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া শহরের কান্দিরপাড়া এলাকায় ছাত্রলীগ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত ব্যক্তিরা হলেন নন্দনপুর হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে ওয়ার্কশপের দোকানি জুরু আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাবিড় মিয়ার ছেলে শ্রমিক বাদল মিয়া (২৪), ব্রাহ্মণবাড়িয়া বারিউড়া এলাকার মৈন্দ গ্রামের জুরু আলীর ছেলে সুজন মিয়া (২২) ও বুধল ইউনিয়নের বুধল গ্রামের প্লাম্বার শ্রমিক মো. কাউওসার (২২)।

কান্দিরপাড়া এলাকায় সংঘর্ষে নিহত ছাত্রের নাম জুবায়ের (১৭)। তার বাড়ি সদর উপজেলার সরিদপুর গ্রামে। সে কান্দিরপাড়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে নিহতের পরিচয় পাওয়া গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রানা নুরুস শামস গুলিবিদ্ধ হয়ে এই পাঁচজনের মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বুধল ইউনিয়ন থেকে বিকেল চারটার দিকে হেফাজতে ইসলামের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পৌঁছালে পুলিশ ও বিজিবির সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় স্থানীয় লোকজনও হেফাজতের মিছিলে যোগ দেন। সেই মিছিলে বিজিবি ও পুলিশ গুলি ছোঁড়ে।

2 মন্তব্যসমূহ

  1. জানিনা কবে হুশ ফিরবে দেশের কর্ণধারদের!!! আর কত তারা মিছিল-মিটিং ও হরতালকেই সমস্যার সমাধান মনে করে গো ধরে বসে থাকবে… দুঃখে অন্তরটা ফেটে যাচ্ছে। চোখে পানি টলটল করছে। আমাদের মুসলিম ভাইরা এভাবে নিহত হচ্ছে!!! হায়, আফসুস। আমরা কত হতভাগা। আল্লহর সাথে আমাদের তা’আল্লুক কত কম!!!
    একজন মুসলমিএর রক্ত মূল্য আল্লাহর কাছে কত বেশী! পুরো দুনিয়া থেকেও বেশী। কিন্তু সেখানে আমাদের কর্নধারদের কিছু ভুলের কারণে ঝরে গেল প্রায় ১০ জন মুসলিমের প্রাণ। আল্লাহ ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আহত ভাইদেরকে দ্রুত সুস্থতা দান করুন। তাঁদের পরিবারকে ধৈর্যধারণ করার তাওফীক দান করুন। আমীন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | মোদিবিরুধী আন্দোলনে হিন্দুত্ববাদী আওয়ামী গুন্ডা বাহিনীর হামলার কিছু দৃশ্য
পরবর্তী নিবন্ধনতুন বিবৃতিতে মার্কিন বাহিনীর উপর হামলার হুঁশিয়ারি তালেবানের