খোরাসান | গুরুত্বপূর্ণ ২টি সড়ক নির্মাণ কাজ শুরু করেছে তালিবান

0
1242
খোরাসান | গুরুত্বপূর্ণ ২টি সড়ক নির্মাণ কাজ শুরু করেছে তালিবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদিন তাদের নিয়ন্ত্রিত
সারাই-পুল ও নিমরোজ প্রদেশে ২টি বিশাল সড়ক নির্মাণ কাজ শুরু করেছেন।

এরমধ্যে সারাই-পুল প্রদেশের সড়কটি নির্মাণ কাজ শুরু করা হয়েছে কোহিস্তান জেলায়। তালিবানরা জানিয়েছে, এই সড়কটি কোহিস্তান জেলার কিরঘাজ এলাকা থেকে সোফাক অঞ্চল পর্যন্ত দীর্ঘ হবে। সড়কটি নির্মাণ কাজে তালিবান মুজাহিদদের পাশাপাশি স্থানীয় জনগণও আর্থীক ও দৈহিকভাবে সহযোগিতা করছেন। সড়কটি উভয় জেলার জন্যই একটি গুরুত্বপূর্ণ সড়ক। যা হাজার হাজার মানুষের যাতায়াত সমস্যা দূর করবে এবং অর্থিক ও জীবনযাত্রার মান উন্নয়নে বিরাট ভূমিকা পালন করবে।

বিবৃতি অনুসারে, ইতিপূর্বে কোহিস্তান জেলার কিরঘাজ ও সোফাক অঞ্চলে উন্নত কোন রাস্তাঘাট ছিল না, যা এই অঞ্চলগুলোর জনসাধারণের জন্য অনেক সমস্যার সৃষ্টি করেছিল।

অপরদিকে নিমরোজ প্রদেশের খাশরোদ জেলাতেও উক্ত অঞ্চলের
মূল সড়কটি মেরামত ও পুনর্বাসনের কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। সড়কটির মেরামতের কাজ খাশরোদ জেলা থেকে দেলরাম জেলা পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে সাধারন জনগণ অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন।

তালেবানরা এক বিবৃতিতে বলেছে যে, তারা এই রাস্তাটি নির্মাণের জন্য উক্ত অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।

উল্লেখ্য যে, তালেবানরা এরই মধ্যে সারা দেশে কয়েকশ কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে, যা হাজার হাজার মানুষের জীবন উন্নত করেছে।

IMG-20210329-221451-597

IMG-20210329-221453-563

IMG-20210329-221457-280

IMG-20210329-221501-928

IMG-20210329-221505-823

IMG-20210329-221508-064

IMG-20210329-221510-859

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমানসিকভাবে অসুস্থ ফিলিস্তিনিকে নির্দয়ভাবে গুলি করে হত্যা করল ইসরাইলি পুলিশ
পরবর্তী নিবন্ধআন্দোলন থামাতে করোনার কৃএিম সংকট তৈরী মাফিয়া সরকারের