সব কওমি মাদরাসা বন্ধের নির্দেশ

0
1433
সব কওমি মাদরাসা বন্ধের নির্দেশ

এতিমখানা ছাড়া দেশের সব কওমি, আবাসিক-অনাবাসিক মাদরাসা বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত মঙ্গলবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে দেশে লকডাউন বলবৎ রয়েছে। ইতিপূর্বে সরকার দেশের সব প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ব্যতিত) সব মাদ্রাসা (আবাসিক ও অনাবাসিক) বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়। এ নির্দেশ পালনে কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না বলেও জানিয়েছে।

অথচ, তামাশার লকডাউনে শিল্পকারখানা, সিনেমা প্রায় সবই চলছে।

তাই সরকারের এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলেছেন নারায়ণঞ্জের ডি আইটি মসজিদের ইমাম মাওলানা আব্দুল আউয়াল সাহেব।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাওলানা রফিকুল ইসলাম নেত্রকোনাকে রাত ৩টায় র‍্যাব পরিচয়ে গুম
পরবর্তী নিবন্ধমাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা