এবার আগ্রা জামে মসজিদের নিচে কৃষ্ণ মূর্তি খুঁজতে পিটিশন

1
883
এবার আগ্রা জামে মসজিদের নিচে কৃষ্ণ মূর্তি খুঁজতে পিটিশন

ভারতে হিন্দুরা একটার পর একটা ঐতিহাসিক মসজিদ টার্গেট করছে। বাবরি-জ্ঞানবাপীর পর এবার টার্গেট আগ্রা জামে মসজিদ। সম্প্রতি কাশিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদ কোনো মন্দির ভেঙে গড়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক জরিপ চালাতে নির্দেশ দেয় বারানসির একটি আদালত।

এটার রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মধ্যে একই ধরনের জরিপ চালাতে উত্তরপ্রদেশের মথুরার একটি আদালতে পিটিশন দায়ের করা হয়েছে। রাজ্যটির আগ্রায় অবস্থিত জাহানারা মসজিদের (আগ্রা জামে মসজিদ নামে বেশি পরিচিত) নিচে হিন্দু দেবতা কৃষ্ণের মূর্তি আছে কি না, তা খতিয়ে দেখতে এই পিটিশন দায়ের করা হয়েছে।

পিটিশনে বলা হয়েছে, মোগল সম্রাট আওরঙ্গজেব মথুরা জামানস্থান মন্দিরে ধ্বংসযজ্ঞ চালিয়ে সেখান থেকে কৃষ্ণের মূর্তি নিয়ে আসেন। পরে আগ্রায় জাহানারা মসজিদের নিচে সেটিকে পুঁতে রাখেন।

হিন্দু দেবতা কৃষ্ণের বংশধর দাবি করা মনীশ যাদব নামের এক ব্যক্তি এবং দেবতা ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমানের পক্ষে মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দির লাগোয়া শাহী ঈদগাহ সরানোর দাবি জানানো আইনজীবী শৈলেন্দর সিং এই পিটিশন দায়ের করেছে।

পিটিশনে বলা হয়েছে, জাহানারা মসজিদের নিচে দেব-দেবী মূর্তি আছে কি না তা খতিয়ে দেখা জরুরি। এ সময় জ্ঞানবাপী মসজিদে প্রত্নতাত্ত্বিক জরিপ চালানোর বিষয়ে বারানসির আদালতের রেফারেন্স দিয়ে জাহানারা মসজিদের ক্ষেত্রেও এমনটা করতে বলা হয়েছে।

সূত্র: টাইমস নাউ, দ্য ওয়্যার।

১টি মন্তব্য

  1. আহারে…!! পাগলামীরও তো একটা সীমা আছে
    মসজিদের নীচে মূর্তি খুঁজতে পিটিশন ???
    আরে.. তোদের টয়লেটের নীচে খুঁজলেও অনে….ক মূর্তি পাবি, সমস্ত টয়লেটগুলো ভেঙ্গে মাটি খুদে দেখ নীচে হাজার হাজার কৃষ্ণ মূর্তি আছে ।

    (এখানে টয়লেটের কমেন্ট তাই এখানে আর দোয়া করলাম না)

Leave a Reply to Rifat Abrar প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনায় বিপর্যস্ত ভারত: জায়গা হচ্ছে না মর্গেও
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস নিউজ বুলেটিন || এপ্রিল ২য় সপ্তাহ, ২০২১ঈসায়ী ||