আল-ফাতাহ্ অপারেশনের ধারাবাহিকতায় মুরতাদ কাবুল বাহিনীর উপর বেশ কিছু সফল হামলা চালিয়েছেন তালিবান মুজাহিদিন। এতে ১২৭ এরও বেশি মুরতাদ সৈন্য হতাহত হয়েছে।
তালেবান কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৬ মার্চ সকাল ৯:৪৫ মিনিটের সময়, ইমারতে ইসলামিয়ার জানবায মুজাহিদগণ উরুজান প্রদেশের দেরাদুন জেলায় মুরতাদ কাবুল বাহিনীর অত্যাচারী কমান্ডার ‘শের আঘা’র অধীনস্থ একটি চেকপোস্টে হালকা ও ভারী লেজার অস্ত্র দিয়ে তীব্র হামলা চালিয়েছেন। আল্লাহ্ তা’আলার সাহায্যে মুজাহিদগণ অল্প সময়ের মধ্যেই চেকপোস্টটি বিজয় করেন, হত্যা করেন ৬ সৈন্যকে, আহত হয় আরো ৫ মুরতাদ সৈন্য। এছাড়াও অভিযান শেষে শের-আঘাকে আহত অবস্থায় মুজাহিদগণ জীবিত বন্দি করেছেন।
তবে এই অভিযানে দুজন মুজাহিদ ভাই শাহাদাত বরণ করেছেন।
انالله واناالیه راجعون
এদিন খোস্ত প্রদেশের নাদিরশাহ জেলাতেও মুরতাদ কাবুল বাহিনীর ২টি পোস্টে হামলা চালিয়ে তা বিজয় করে নিয়েছেন মুজাহিদগণ। এতে ৫ মুরতাদ সৈন্য নিহত এবং ৬ এরও বেশি সৈন্য আহত হয়েছে।
একইভাবে লোঘার প্রদেশের মুহাম্মদ আগা ও জাহেদাবাদ এলাকায় দুপুর ২ টা ও বিকাল ৫ টায় , মুরতাদ কাবুল সৈন্যদের বিরুদ্ধে আরো ২টি পৃথক অভিযান চালিয়েছেন মুজাহিদগণ। যার ফলে ১০ মুরতাদ সৈন্য নিহত এবং ৩ এরও অধিক মুরতাদ সৈন্য আহত হয়েছে। ধ্বংস হয়েছে মুরতাদ বাহিনীর ২টি সাঁজোয়া যান ও অনেক সরঞ্জামাদি।
এমনিভাবে বলখ প্রদেশের কেন্দ্রীয় জেলা বলখ ও আলম-খাইল এলাকায় দুপুর বেলা ও বিকাল বেলায় মুরতাদ কাবুল বাহিনীর উপর ৩টি সফল অভিযান চালিয়েছেন তালেবান মুজাহিদগণ। যাতে ৩ কমান্ডারসহ ১৮ মুরতাদ সৈন্য নিহত এবং আরো ১৫ মুরতাদ সৈন্য আহত হয়েছে। মুজাহিদদের হামলায় ধ্বংস হয়েছে মুরতাদ বাহিনীর ৩টি ট্যাঙ্ক।
এদিকে রাজধানী কাবুলের দেহ-সাবাজ জেলায় মুরতাদ কাবুল সরকারের গুপ্তচর নেটওয়ার্কের চতুর্থ বিভাগের কয়েকটি গাড়িতে হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এতে গোয়েন্দা সদস্যদের ৩টি গাড়ি ধ্বংস এবং ১০ এরও অধিক গোয়েন্দা সদস্য হতাহত হয়েছে।
বেলা তিনটায় রাজধানীর মুসাহী জেলা ও কারবাগ জেলায় মুরতাদ বাহিনীর ২টি চেকপোস্টে কমান্ডারদের টার্গেট করে সফল ড্রোন হামলাও চালিয়েছেন তালেবান মুজাহিদিন। এতে ৩ কমান্ডারসহ বেশ কিছু মুরতাদ সৈন্য নিহত হয়েছে।
এর আগে ভোর ৬টায় হেরাত প্রদেশের দায়াদি ও আবদুল গনী এলাকায় মুরতাদ কাবুল বাহিনীর উপর ২টি সফল হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এসময় মুজাহিদদের হাতে ২ সৈন্য বন্দী হওয়া ছাড়াও ৪ সৈন্য নিহত এবং আরো ৩ সৈন্য আহত হয়েছে।
একইভাবে এদিন দুপুর ১২টায় গজনী প্রদেশের কেন্দ্রীয় শহর ও দাহ-এক এলাকায় মুরতাদ কাবুল বাহিনীর বিরুদ্ধে আরো ২টি অভিযান পরিচালনা করেছেন মুজাহিদগণ। এতে ৫ সৈন্য নিহত এবং ৪ সৈন্য আহত হয়েছে।
অপরদিকে এদিন নানগারহার, বদাখশান, লাগমান ও জাউজান প্রদেশে মুরতাদ বাহিনীর বিরুদ্ধে আরো ৫টি সফল অভিযান পরিচালনা করেছেন তালেবান মুজাহিদগণ। যার ফলে ১৭ মুরতাদ সৈন্য নিহত এবং আরো ৮ মুরতাদ সৈন্য আহত হয়েছে।
আলহামদুলিল্লাহ্, মুজাহিদগণ প্রতিটি অভিযান শেষেই মুরতাদ বাহিনী থেকে বিপুল পরিমাণ গনিমত লাভ করেছেন।
আনলহামদুলিল্লাহ