মুসলিম সেজে ফিলিস্তিনিদের ওপর গুপ্তহত্যা চালাচ্ছে ইহুদিরা

0
1401
মুসলিম সেজে ফিলিস্তিনিদের ওপর গুপ্তহত্যা চালাচ্ছে ইহুদিরা

ফিলিস্তিনের গাজায় টানা ১১ দিন গণহারে মুসলিম হত্যা চালানোর পরও ক্ষান্ত হয়নি অভিশপ্ত ইহুদিরা। এখন ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আরব মুসলিমদের মতো পোশাক পরে গুপ্তহত্যা চালাচ্ছে কুখ্যাত ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত বাহিনী ‘মুসতা’রিবিন’। তারা আরবি ভাষায় কথাও বলতে পারে। মূলত যুদ্ধবাজ ইসরায়েল সরকারের নির্দেশে প্রতিশোধ নিতেই এই হত্যাযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীরা।

সম্প্রতি আল-আমারি শরণার্থী শিবিরে আহমেদ ফাহাদ (২৪) নামে এক ফিলিস্তিনি যুবককে খুন করে ইহুদি গুপ্তঘাতকরা।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গুপ্তচরেরা প্রথমে ফিলিস্তিনি যুবককে আটক করে নিয়ে যায়। পরে ফিলিস্তিনের রামাল্লার উম্ম-আল শরায়েত এলাকায় একটি রাস্তায় তার লাশ পাওয়া যায়। তার শরীরে কয়েক রাউন্ড গুলির আঘাত ছিল।

এ বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসকের বরাতে জানিয়েছেন, ফাহাদকে খুব কাছ থেকে কয়েকটি গুলি করা হয়েছে।

রামাল্লায় নিযুক্ত মানবাধিকার সংস্থা আল-হক এর মানবাধিকারকর্মী শাওয়ান জাবারিন বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের হত্যা করেই যাচ্ছে। গুপ্ত সংস্থার পরিচালিত এসব হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। আহমেদ ফাহাদের হত্যা নিয়ে তদন্ত চলছে। নিয়মিত বাহিনীর পাশাপাশি মুসতা’রিবিন নামে অভিশপ্ত ইসরায়েল গুপ্ত সংস্থার সদস্যরা ফিলিস্তিনিদের হত্যা করছে।

খবরে বলা হয়, ফিলিস্তিনিদের ঠান্ডা মাথায় খুন করে তাদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ওপর সশস্ত্র হামলার অভিযোগ আনা হয়।

অন্যদিকে, প্রতি রাতেই বেলা দুইটার দিকে রামাল্লায় ইসরায়েলি সেনারা এসে ধরপাকড় চালায়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতরুণদের মাদক ব্যবহারে উৎসাহিত করছে 10 Minute এর শামির মুনতাজিদ: কৌশলে নবী অবমাননা
পরবর্তী নিবন্ধখোরাসান | বাঘলানে তালিবানের ইস্তেশহাদী হামলায় ৪১ মুরতাদ সৈন্য ও ২৪টি সাঁজোয়া যান নিষ্ক্রিয়