গত ৮ জুন, মঙ্গলবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের ইমাম সাহিব জেলার কাবুল প্রশাসনের পুলিশ, সেনাবাহিনী ও মিলিশিয়া সহ যৌথ বাহিনীর ৩৩ জন সৈন্য তালেবান মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করেছে।
এছাড়াও প্রদেশটির বারকা, নাহরিন ও বাঘলান ই মারকাজি জেলা থেকে শত্রু সৈন্যদের আত্মসমর্পণের খবর পাওয়া গেছে।
একইভাবে, বাঘলান প্রদেশে ২৬ কাবুল সৈন্য ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করেছে।
উওরাঞ্চলীয় বদখশান প্রদেশের দারাইম জেলার ১১ স্থানীয় মিলিশিয়া তালেবান মুজাহিদদের নিকট আত্মসমর্পণ করে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, নুরিস্থান প্রদেশের দো-আব জেলা থেকেও ৫ কাবুল সৈন্য নিজেদের ভুল বুঝতে পেরে তালিবান মুজাহিদদের কাতারে শামিল হয়েছে।