খোরাসান | নানগারহারে তালিবান মুজাহিদিনের কাছে ২৫০ সৈন্যের আত্মসমর্পণ

3
1318
খোরাসান | নানগারহারে তালিবান মুজাহিদিনের কাছে ২৫০ সৈন্যের আত্মসমর্পণ

আফগানিস্তানের নানগারহার প্রদেশের পাচিরাগাম জেলার ৭টি চেকপোস্ট, ১টি ঘাঁটি বিজয়সহ ২৫০ স্থানীয় সৈন্য আত্মসমর্পণ করেছে।

তালিবানের একজন মুখপাত্র বলেছেন যে, পাচিরাগাম জেলার পাস পাচির এলাকার উপজাতি বিদ্রোহী নেতা ও কমান্ডাররা ৭টি চৌকি এবং একটি ঘাঁটি খালি করে চলে গেছে, এসময় ২৫০ বিদ্রোহী সৈন্য মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করে। যার ফলশ্রুতিতে জেলাটির বিশাল অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তালিবান মুজাহিদিন।

একই সাথে তালিবান জানিয়েছে যে, তাঁরা প্রদেশটিরর হেসারাক জেলায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন। মুজাহিদগণ এখন জেলাটি যেকোন সময় নিয়ন্ত্রণে নিতে পারেন।

তিনি আরো জানান যে, হেসারাক জেলার বোস্টান খেলা ও হাজী দাউদ কালা এলাকায় অবস্থিত কাবুল বাহিনীর দুটি ঘাঁটি ও ৬টি পোস্ট মুজাহিদগণ দখল করেছেন।

কাবুল সরকারের গভর্নর অফিস থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, এই হামলায় তাদের ৭ সেনা নিহত ও বেশ কিছু সেনা আহত হয়েছে।

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | ৪৩ কাবুল সৈন্যের তালিবানে যোগ দান
পরবর্তী নিবন্ধইসরাইলের বিরুদ্ধে কথা বলায় আবু ত্ব-হাকে গুম: ভিপি নুর