ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদিন দীর্ঘ ২৪ ঘণ্টার লড়াইয়ে আফগানিস্তানের আরও ৭টি জেলা নিয়ন্ত্রণে নিয়েছেন।
তালিবানের কেন্দ্রীয় ও সামরিক মুখপাত্র- মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ ও ক্বারী ইউসুফ আহমদী হাফিজাহুমুল্লাহ তাদের পৃথক টুইটার বার্তায় এসব জেলা বিজয়ের সংবাদ নিশ্চিত করেছেন।
তালিবান কর্তৃক গত শনিবার বিজয়কৃত জেলাগুলো হল-
১) বাঙ্গি জেলা, তাখার প্রদেশ।
২) খাওয়াজাহ ঘার জেলা, তাখার প্রদেশ।
৩) দারা-সোফ জেলা, সামানগান প্রদেশ।
৪) খাজা সবজপোশ জেলা, ফারিয়াব প্রদেশ।
৫) মির্জাক জেলা, পাকতিয়া প্রদেশ।
৬) মার্দিয়ান জেলা, জাউজান প্রদেশ।
৭) বাহারাক জেলা, তাখার প্রদেশ।
রিপোর্ট অনুযায়ী, তালিবান মুজাহিদগণ এসব জেলার সমস্ত কেন্দ্র, প্রশাসনিক ভবন ও আনুষাঙ্গিক এলাকাগুলো নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন।
তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তাঁর বলেছেন: এসব জেলায় মুজাহিদদের হামলায় বেশ কিছু সৈন্য হতাহতের ঘটনা ঘটলে, তা দেখেই কাবুল সরকারের অন্যান্য কাপুরুষ সৈন্যরা ভয়ে জেলা কেন্দ্রগুলো ছেড়ে পালিয়ে যায়।
মুজাহিদগণ এসব জেলা বিজয়কালে ৭৪ সৈন্যকে হত্যা এবং কয়েক ডজন সৈন্যকে আহত করেন, মুজাহিদগণ জীবিত বন্দী করেন আরও ৫১ এরও বেশি কাবুল সৈন্যকে। এছাড়াও এসব জেলা কেন্দ্রগুলো থেকে বেশ কিছু সাঁজোয়া যান, অনেক অস্ত্র ও গোলাবারুদ মুজাহিদগণ গনিমত লাভ করেছেন।
الحمد لله الهم انصرهم على عدوك وعدوهم كما نصرت محمدا و أصحابه