আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়ার কৌশলগত শহর ‘মিরিংবাই’ নিয়ন্ত্রণ নিয়েছেন।
সূত্র জানায়, আল-শাবাব মুজাহিদদের একের পর এক দানবীয় হামলার পর অবশেষে লাঞ্চনাকর পরাজয় নিয়েই ক্রুসেডার উগান্ডার বাহিনী গত ২১ জুন সোমালিয়ার শাবেলী সুফলা রাজ্যের ‘মিরিংবাই’ শহরে অবস্থিত তাদের মূল ঘাঁটিটি ছেড়ে সরে গেছে। ক্রুসেডার সৈন্যদের সরে যাওয়ার পরপরই আল-শাবাব যোদ্ধারা বড়াভি এবং বুলুমিরের মধ্যবর্তি প্রধান এই (মিরিংবাই) শহরটিতে তাকবিরের ধ্বনি দিতে দিতে প্রবেশ করেন।
এই অঞ্চলটিতে ক্রুসেডার বাহিনীর শক্তি খর্ব করতে উগান্ডান বাহিনীর সামরিক ঘাঁটিতে হারাকাতুশ শাবাব যোদ্ধারা দীর্ঘদিন ধরে অভিযান এবং হামলা চালিয়ে আসছিলেন। ক্রুসেডার বাহিনী মুজাহিদদের এসব হামলায় নিজেদের জনবল ও আর্থিক ঘাটতি মিটাতে না পারায় অবশেষে বাধ্য হয়ে শহরটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে। অঞ্চলটিতে তাদের এই প্রত্যাহার এটাই নির্দেশ করে যে, তারা এখানে শাবাবের হামলায় এতদিন কঠিন চাপের মুখে ছিল। কারণ এই ধরনের সামরিক ঘাঁটি ও কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে
থেকে সরে আসা সহজ কোন বিষয় ছিল না, এই ঘাঁটি ও শহরটি ছিল অন্যান্য অঞ্চলের সামরিক ঘাঁটির মধ্যে একটি সংযোগ স্থাপনের জায়গা।
শহরটি এই অঞ্চলে ক্রুসেডার আফ্রিকান বাহিনীর চলাচল ও রসদ সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এর সীমান্তের সাথে উগান্ডার প্রধান সড়ক এবং বড়াভি শহরের একমাত্র ধমনী হিসাবে পরিচিত। এই শহরটিতে আল-শাবাবের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে ক্রুসেডার বাহিনীগুলির বড়াভি শহরে আগমন বন্ধ হয়ে যাবে। পাশাপাশি শহরটি এখন সোমালিয় বাহিনী থেকেও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এর মাধ্যমে আল-শাবাবের জন্য এই শহরটিতে বিজয় অভিযান চালানোর পথ উন্মুক্ত হয়ে গেল।