ফিলিস্তিনের দখলকৃত জেরুজালে শহরে একটি বাড়ির ৪র্থ তলায় একটি ফ্ল্যাট ভেঙে দিয়েছে অভিশপ্ত ইসরায়েল। বিল্ডিং নির্মাণের অনুমতি নেয়া হয়নি। এ অজুহাতে এ বিল্ডিংয়ে কিছু অংশ ক্রেন দিয়ে ভেঙে দিয়েছে দখলদার বাহিনী।
গতকাল (২৩ জুন) দখলকৃত জেরুজালেম শহরের আল- ঈসাউইয়্যাহ এলাকায় এ ঘটনা ঘটে। জেরুজালেমের এ এলাকায় নতুন কোন বিল্ডিং নির্মাণ করতে হলে ইসরায়েলের অনুমতি নিতে হয়। কিন্তু দখলদার আগ্রাসী বাহিনী কোন ফিলিস্তিনিকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেয়না। এমনকি পুরাতন ভবন মেরামতেরও অনুমতি মেলেনা।
ভবন নির্মাণের অনুমতি নেয়া হয়নি এ অযুহাতে গতবছর ২০ টি বাড়িকে সনাক্ত করে দখলদার বাহিনী। এসব বাড়ির মালিককে নিজ হাতে ভবন ভেঙে ফেলতে বাধ্য করে দখলদার বাহিনী।
সূত্র : কুদুস নিউজ নেটওয়ার্ক।