খোরাসান | তালিবানরা গত ২৪ ঘন্টায় ৮ টি জেলা দখলে নিয়েছেন

2
1289
খোরাসান | তালিবানরা গত ২৪ ঘন্টায় ৮ টি জেলা দখলে নিয়েছেন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালিবান মুজাহিদিন গত ২৯ জুন ২৪ ঘন্টার লড়াইয়ে আফগানিস্তানের উত্তর ও পূর্ব অঞ্চলগুলোর ৮টি জেলার কেন্দ্র মুরতাদ কাবুল বাহিনী থেকে দখল করে নিয়েছেন।

তালিবান সূত্রমতে, গতকাল তালিবানরা মুজাহিদিনরা মুরতাদ কাবুল বাহিনীকে হটিয়ে কান্দাহার প্রদেশের খাকরিজ, গজনী প্রদেশের গিরো, গিলান, খোগিয়ান, ফারিয়াব প্রদেশের খান-চাহারবাগ, বালখ প্রদেশের কালদার এবং লোঘার প্রদেশের বারাকী বারাক জেলাগুলোর কেন্দ্র, পুলিশ সদর দফতর, সমস্ত সামরিক ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, পোস্ট এবং সদর দফতর পুরোপুরি দখলে নিয়েছেন।

এসময় জেলা কেন্দ্রগুলি থেকে কয়েক ডজন ট্যাঙ্ক, রেঞ্জার গাড়ি এবং কয়েক হাজার অস্ত্র ও গোলা-বারুদ গনিমত লাভ করেছেন তালিবান মুজাহিদিনরা।

এসব জেলা বিজয়ের সময় বিভিন্ন স্থানে মুরতাদ কাবুল বাহিনীর সাথে তীব্র লড়াই হয় তালিবান মুজাহিদদের। যার ফলে অনেক কাবুল সৈন্য নিহত ও আহত হয়েছে। বন্দী হয়েছে আরও অনেক সেনা।

2 মন্তব্যসমূহ

  1. আল্লাহ তা’আলা মুজাহিদদের সফলতা দান করুন। এবং বিজয়ের ধারা অব্যাহত রাখুন। এবং তাদের সর্বদা ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হওয়ার তাওফীক দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় ৪ দিনে মার্কিন গোয়েন্দা সংস্থার ২৪ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ইসলামিক আদালত
পরবর্তী নিবন্ধখাদ্য পাবার আশায় ৩৩৩ নম্বরে কল দিয়ে পিটুনি খেলেন দিনমজুর