উত্তর প্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতি মানবাধিকার পরিপন্থী: দেওবন্দ

1
1563
উত্তর প্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতি মানবাধিকার পরিপন্থী: দেওবন্দ

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতিকে মানবাধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানী। গত বুধবার তিনি এসব কথা বলেছেন। খবর মিল্লাত টাইমস উর্দূর।

তিনি বলেন, যাদের দুইয়ের বেশি সন্তান হবে তাদেরকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার ঘোষণা সেই শিশুদের প্রতি অন্যায়। যদি দু’য়ের অধিক সন্তান জন্মগ্রহণ করে এবং তাদেরকে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয় এতে বাচ্চাদের অপরাধ কি? এই আইন কোনো ন্যায় সঙ্গত আইন নয় বরং এটা একটা ভুল পদক্ষেপ।

প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের খসড়া জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি নিয়ে চলছে বিতর্ক। এ বিতর্কের পালে আবারও হাওয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশের নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি অনুযায়ী, দুইয়ের বেশি সন্তান নিলে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না, সরকারি চাকরিতে আবেদন বা পদোন্নতি পাওয়া যাবে না। এমনকি পাওয়া যাবে না সরকারি কোনো ভর্তুকি।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | মুরতাদ হুথিদের উপর AQAP পরিচালিত বিভিন্ন আক্রমণের ফুটেজ
পরবর্তী নিবন্ধচাঁদা না পেয়ে গরু ব্যবসায়ীকে আ.লীগ নেতার গুলি করে হত্যা