খোরাসান | তীব্র লড়াইয়ের পর নাজরাব জেলা দখলে নিল তালিবান

4
1446
খোরাসান | তীব্র লড়াইয়ের পর নাজরাব জেলা দখলে নিল তালিবান

কাপিসা প্রদেশে তীব্র সংঘর্ষের পরে গতকাল গভীর রাতে প্রদেশটির নাজরাব জেলা কেন্দ্র বিজয় করে নিয়েছেন তালিবান মুজাহিদিন।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় একজন মুখপাত্র মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তালিবান মুজাহিদিনরা নাজরাব জেলা কেন্দ্র, পুলিশ সদর দফতর এবং এর সাথে সম্পর্কিত সমস্ত প্রশাসনিক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছেন।

কাবুল প্রশাসনের নিযুক্ত কাপিসার একটি সুরক্ষা সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে যে, তালিবানরা গত রাত ২ টার দিকে নাজরাব জেলা কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। এসময় কাবুল সরকারী সেনারা নাজরাব পাহাড় হয়ে পালিয়ে গেছে।

সূত্রটি আরও জানায়, নাজরাব জেলা কেন্দ্র ও পুলিশ সদর দফতরে থাকা বেশ কয়েকটি ট্যাঙ্ক, রেঞ্জার গাড়ি, সাজোঁয়া যানসহ অনেক অস্ত্র ও গোলাবারুদ তালিবানরা গনিমত লাভ করেছেন।

তালিবানরা এর আগে কাপিসা প্রদেশের তাগাব ও আলাসাই জেলার নিয়ন্ত্রণ নিয়েছিল।

4 মন্তব্যসমূহ

Leave a Reply to Khan Jahan Ali প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনতুন বরকে সংবর্ধনা জানাতে আসা অতিথিদের ওপর আসাদ বাহিনীর হামলা, নিহত ৫
পরবর্তী নিবন্ধপাকিস্তান | পুলিশ ভ্যানে পাক-তালিবানের হামলা, নিহত ২ পুলিশ