খোরাসান | গাজিয়াবাদ ও নড়াই জেলা বিজয়, গভর্নর সহ ৮ শতাধিক সেনার তালিবানে যোগদান

3
1649
খোরাসান | গাজিয়াবাদ ও নড়াই জেলা বিজয়, গভর্নর সহ ৮ শতাধিক সেনার তালিবানে যোগদান

তালিবানরা জানিয়েছে যে, তাঁরা কুনার প্রদেশের নড়াই জেলা কেন্দ্র এবং এর সাথে সম্পর্কিত সমস্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন।

ইমারতে ইসলামিয়ার কেন্দ্রীয় একজন মুখপাত্র- মুহতারা জাবিহুল্লাহ মুজাহিদ তাঁর টুইটারে লিখেছেন যে, তালিবান মুজাহিদিনরা গতরাতে কুনার প্রদেশের নড়াই জেলা কেন্দ্র এবং এর সাথে সম্পর্কিত সমস্ত এলাকা দখল করে নিয়েছেন, সেই সাথে জেলাটির গভর্নর গুল জামান তার ৮০ জন সৈন্যের সাথে তালিবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে।

তিনি আরও জানান যে, নড়াই জেলা দখলের সাথে সাথে প্রচুর অস্ত্র ও গোলাবারুদও তালিবান মুজাহিদদের হস্তগত হয়েছে। কিছুদিন আগে প্রদেশটির গাজিয়াবাদ জেলাও মুজাহিদগণ বিজয় করে নিয়েছেন।

এদিকে, দেশটির ‘সকালের সংবাদ’ পত্রিকা নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, নড়াই জেলা বিজয়ের পর এখন পর্যন্ত ৮০০ কাবুল সেনা তালিবানদের কাছে আত্মসমর্পণ করেছে।

সূত্রমতে, দীর্ঘদিন ধরে জেলাটি অবরোধ ও এখাসে জোর লড়াই চলছিল।

3 মন্তব্যসমূহ

Leave a Reply to মুসান্না প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালিবান কর্তৃক দান্দ-পাটান জেলা বিজয়সহ ৩৬২ কাবুল সেনার আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যের গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর