সন্ত্রাসী দল বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতি, যুবনেতার মৃত্যু

0
860
সন্ত্রাসী দল বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতি, যুবনেতার মৃত্যু

 ভারতে বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়ে পড়ে বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি রাজু সরকার। তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই যুবনেতাকে মৃত বলে ঘোষণা করে। খবর হিন্দুস্তান টাইমসের।

সূত্রের খবর, সোমবার হেস্টিংসে তিন জেলার নেতৃত্বের সঙ্গে যুবমোর্চার রাজ্য নেতাদের সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিল রাজু। কিন্তু বৈঠকের মধ্যে একটি ডায়েরি ঘিরে ঝামেলা শুরু হয়। হাতাহাতি বেঁধে যায়। সেই গণ্ডগোলের মধ্যেই অসুস্থ বোধ করে রাজু। সেজন্য বৈঠকে ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর আবারও বৈঠকে যোগ দেয়। সেইবারও বৈঠক থেকে বেরিয়ে যায়। তারপরই সিঁড়ির কাছে অসুস্থ হয়ে পড়ে। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী হিশেম মেচিচি’কে বরখাস্ত করার পর আল জাজিরার তিউনিস অফিসে পুলিশের অভিযান
পরবর্তী নিবন্ধসড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে ঈদযাত্রায় ১৫৮ দুর্ঘটনা, মৃত্যু অন্তত ২০৭