দখলদার ইসরাইলি অভিশপ্ত ইহুদীদের হামলায় গত ছয় মাসে কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। বিবরণ অনুযায়ী, গত এক সপ্তাহে আগ্রাসী ইসরাইলি সৈন্যরা তিন ফিলিস্তিনি শিশুকে নির্মমভাবে গুলি করে হত্যার মধ্য দিয়ে চলতি বছরে সন্ত্রাসী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি শিশু হত্যার সংখ্যা এ পর্যন্ত ৭৭ এ পৌছেছে।
গত ২৩ জুলাই শুক্রবার রামাল্লার উত্তরে নাবি সালেহ গ্রামে মুহাম্মাদ মুনির আল তামিমিকে ঘাতক ইহুদি সৈন্যরা পিঠে গুলি করে হত্যা করে।
গত ২৬ জুন শনিবার রামাল্লার আবেইন গ্রামে ইউসেফ নাওয়াফ মারেবকে (১৭) ইসরাইলি সৈন্যরা ঘাড়ে গুলি করে হত্যা করে।
তাছাড়াও ২৮ জুন সোমবার হেব্রুনের বেইত উম্মারে ১২ বছর বয়সী মুহাম্মদ আল্লামি বর্বর ইহুদি সৈন্যদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত ছয় মাসে অবরুদ্ধ ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সৈন্যদের গুলিতে ১১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
তাছাড়াও অধিকৃত গাজায় গত মে মাসে ১১ দিনব্যপী ইসরাইলি আগ্রাসনে ৬৬ নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে।