খোরাসান | দুই অপহরণকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল তালিবান

1
1274
খোরাসান | দুই অপহরণকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল তালিবান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শরয়ি আদালতের আদেশে তালিবান মুজাহিদগণ হেলমান্দ প্রদেশের গ্রেশাক জেলায় দুই অপহরণকারীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে বলে জানা গেছে।

তালিবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ্ বলেন, অপহরণকারীদের সঙ্গে পাওয়া নথিপত্র এবং তাদের স্বীকারোক্তি এটাই প্রমাণ করেছে যে তারা অনেক হত্যাকাণ্ড ও অপহরণের সাথে জড়িত ছিল। যেই কারণ শনিবার “ইমারতে ইসলামিয়া” তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হন। পরে ইসলামিক আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এদিকে, গ্রেশাক জেলার স্থানীয় সূত্রে টোলনিউজকে জানিয়েছে, দুই অপহরণকারীকে গতকাল সকালে তালিবানরা জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়েছে।

উল্লেখ্য, তালিবানরা এই দুই অপহরণকারীকে এক মাস আগে হেলমান্দ প্রদেশ থেকে গ্রেপ্তার করে। যারা রাজধানী লস্করগাহ থেকে একটি শিশুকে অপহরণ করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় পরিবারকে।

IMG-20210801-080040-855

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅভিশপ্ত ইসরাইলী হামলায় গত ছয় মাসে কমপক্ষে ৭৭ ফিলিস্তিনি শিশু নিহত
পরবর্তী নিবন্ধমালি । ১৯ আইএস খারিজিকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দিল আল-কায়েদা