ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের শরয়ি আদালতের আদেশে তালিবান মুজাহিদগণ হেলমান্দ প্রদেশের গ্রেশাক জেলায় দুই অপহরণকারীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে বলে জানা গেছে।
তালিবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমদী হাফিজাহুল্লাহ্ বলেন, অপহরণকারীদের সঙ্গে পাওয়া নথিপত্র এবং তাদের স্বীকারোক্তি এটাই প্রমাণ করেছে যে তারা অনেক হত্যাকাণ্ড ও অপহরণের সাথে জড়িত ছিল। যেই কারণ শনিবার “ইমারতে ইসলামিয়া” তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হন। পরে ইসলামিক আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে।
এদিকে, গ্রেশাক জেলার স্থানীয় সূত্রে টোলনিউজকে জানিয়েছে, দুই অপহরণকারীকে গতকাল সকালে তালিবানরা জনসম্মুখে মৃত্যুদণ্ড দিয়েছে।
উল্লেখ্য, তালিবানরা এই দুই অপহরণকারীকে এক মাস আগে হেলমান্দ প্রদেশ থেকে গ্রেপ্তার করে। যারা রাজধানী লস্করগাহ থেকে একটি শিশুকে অপহরণ করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় পরিবারকে।
ইনশাআল্লাহ, সর্বত্রই শরিয়াহ আইন প্রতিষ্ঠ হবে।