অবৈধ রাষ্ট্র ইসরাইল অবরুদ্ধ ফিলিস্তিনে আগ্রাসন চালানোর পাশাপাশি প্রতিবেশি দেশসমূহে সমানুপাতিক হারে চৌর্যবৃত্তি জারি রেখেছে।
লেবাননের রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিতে কুদস নিউজ নেটওয়ার্ক গত ১ আগষ্ট জানিয়েছে, ইসরাইলের একটি টহল দল গোলান হাইটসের সীমান্তবর্তী শিবা ফার্ম এলাকা থেকে ১০০ টি ছাগল চুরি করে নিয়ে গেছে।
প্রতিবেশি দেশে অবৈধভাবে প্রবেশ করে ভিন্ন রাষ্ট্রের সম্পদ হাতিয়ে নেয়া ইসরাইলের জন্য কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
গত ২৫ জুলাই রবিবার ইসরাইলি সৈন্যরা লেবাননে প্রবেশ করে আরেক লেবানিজ খামারির ৫০০ ছাগল চুরি করে নিয়ে গিয়েছিল।
প্যালেস্টাইন নিউজ এজেন্সি (ওয়াফা) জানায়, কাফর শোভার নিকটে ঐ পশু চুরির সময় বর্বর ইহুদি সৈন্যরা পশুগুলোর মালিককে নির্মমভাবে গুলি করে।
তাছাড়াও গত ২৭ জুন রবিবার একই ভাবে ইসরাইলি সৈন্যরা লেবাননের ৪৫০ টি ছাগল চুরি করেছিল।