খোরাসান | রেডিও ও টেলিভিশন স্টেশন দখলে নিল তালিবান, সম্প্রচার হচ্ছে শরীয়াহ মোতাবেক

1
1766
খোরাসান | রেডিও ও টেলিভিশন স্টেশন দখলে নিল তালিবান, সম্প্রচার হচ্ছে শরীয়াহ মোতাবেক

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ এবং জাতীয় টেলিভিশন ও রেডিও অফিস দখল করার পর তালিবানরা এখন সেখান থেকে শরীয়ত সম্মত নিউজ ও বিভিন্ন ইসলামিক বিষয় সম্প্রচার শুরু করেছেন।

হেলমান্দে তালিবানদের প্রাদেশিক মুখপাত্র হাফিজ রশিদ হেলমন্দি খবরটি নিশ্চিত করে বলেন, ২০ বছর পর লস্করগাহে তাদের (তালিবানদের) সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রদেশটিির ন্যাশনাল রেডিও ও টেলিভিশনের কার্যালয় দখল করে সেখানে বিশেষ নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে তালিবানরা।

জাতীয় রেডিও ও টেলিভিশন অফিসে তালিবানদের প্রবেশের সময় সেখানে কোনো কর্মী উপস্থিত ছিল না, কারণ দুই দিন আগেই কর্মীদের বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখ যে, প্রাদেশিক রাজধানী লস্করগাহের ৯৫-৯৮% এলাকাই এখন তালিবানদের নিয়ন্ত্রণে। বাকি কিছু এলাকা বিজয়ে্র লক্ষ্যে সেখানে ব্যাপক যুদ্ধ চলছে। যার ফলে চারটি টিভি স্টেশন এবং ছয়টি সংবাদমাধ্যম তাদের কার্যক্রম স্থগিত করেছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধথামছেই না প্রতিবেশি দেশসমূহে ইসরাইলের চৌর্যবৃত্তি
পরবর্তী নিবন্ধসোমালিয়া | আশ-শাবাবের হামলায় এক ডজনেরও বেশি মুরতাদ সেনা হতাহত