দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামের দক্ষিণপাড়া নতুন মসজিদে যাওয়ার একমাত্র রাস্তার কালভার্ট প্রায় ভেঙ্গে গেছে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযুক্ত হয়ে পরে আছে বহুদিন ধরেই, তবে সংস্কারে নেই কোন দৃশ্যমান উদ্যোগ।
গ্রামের শত শত মানুষের মসজিদে যাওয়ার পথে ভাঙা কালভার্টটি এক বিরাট বাঁধা হয়ে দাড়িয়ে আছে, বয়স্করা আহতও হচ্ছে, তবুও স্থানীয় ইউ.পি চেয়ারম্যান বা ইউ.এন.ও – কারো কাছ থেকেই আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায়নি। খবর – কালের কণ্ঠ।
বৈগ্রামের বাসিন্দা মবিনুর ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। অনেক দিন থেকে এটি ভেঙে পড়ে আছে, কেউ দেখার নেই। আমাদের চলাচলে অনেক সমস্যা হয়। রাতের আঁধারে চলার সময় অনেকে গাড়ি নিয়ে পড়েও যায়। অনেকের ক্ষতিও হয়েছে।”
৯০% মুসলিমের দেশে মসজিদে যাওয়ার রাস্তা কেন দিনের পর দিন অকেজো হয়ে পরে থাকবে সামান্য একটি কালভার্টের জন্য – এ নিয়েও এলাকাবাসির মনে প্রশ্ন দেখা দিয়েছে।