ভারতীয় মিডিয়ার কারসাজি

3
1794
ভারতীয় মিডিয়ার কারসাজি

আফগানিস্তানে তালেবানরা কাবুল বিজয়ের পর থেকেই ভারতীয় হলুদ মিডিয়াগুলো বিভিন্ন তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আমেরিকা, ন্যাটো জোট পরাজিত হলেও হলুদ মিডিয়াগুলো রীতিমত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তালেবানরা বিজয়ের পর সকলকে সাধারণ ক্ষমা ঘোষণার পরও কিছু আফগান দালাল ও সুযোগ সন্ধানীরা দেশ ছেড়ে পালাচ্ছে। যেহেতু এখন টিকেট ভিসাসহ কোন কিছুরই খরচ লাগছে না। তাই বিনা খরচে নিজেদের ভবিষ্যৎ গড়তে ইউরোপ আমেরিকায় পাড়ি জমাতে চাচ্ছে। এ বিষয়টিকে মিডিয়াগুলো তালেবানদের ভয়ে আফগান নাগরিকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হিসেবে প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু তাই নয় ইডিট করা অবান্তর ভিডিও পোস্ট করছে। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখানো হয়েছে, তালিবানের আতঙ্কে প্লেনের টারবাইন ইঞ্জিনের উপরিতলে কাঁথা মুড়ি দিয়ে, মাথায় বালিশ রেখে, উপুড় হয়ে নিশ্চিন্তে শুয়ে আমেরিকায় পালিয়ে যাচ্ছে জনৈক আতঙ্কগ্রস্ত আফগান নাগরিক। এমনই অদ্ভুত ভিডিয়ো সম্প্রচার করলো আম্বানি মালিকানাধীন মিডিয়া নিউজ ১৮ । আর এই খবরের পেছনে সঞ্চালিকার উৎকন্ঠিত ধারাভাষ্যও বেশ বিদ্বেষপূর্ণ।
প্রশ্ন আসে হাজার ফুট উঁচুতে উড্ডয়নকালে প্লেনের গতিপথের বিপরীতমুখী বাতাসের গতিবেগে কোন মানুষ শুয়ে থাকা সম্ভব?
থাকলেও প্লেনের টারবাইন ইঞ্জিনের উপরিভাগের তাপমাত্রায় মানুষ ভাজা হয়ে যাওয়া কথা।
আর ভিডিওটি যিনি শুট করেছেন তিনি ঠিক কোথায় বসে শুট করেছেন!
ভারতীয় মিডিয়ায় প্রচারিত এসব খবরের তথ্যের কোন যৌক্তিকতা আছে!?

3 মন্তব্যসমূহ

  1. لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ (82) وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ (83)
    (المائدة)

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় গোষ্ঠীকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি ও আসিফ নজরুলকে ‘কুকুর’ সম্বোধন লেখক ভট্টাচার্যের
পরবর্তী নিবন্ধসোমালিয়া | আশ-শাবাব মুজাহিদদের পৃথক হামলায় ৩৪ এরও বেশি কুফ্ফার সৈন্য হতাহত