তালেবানকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় ভারতের আসাম রাজ্যের ১১ জেলা থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আসাম পুলিশের একটি সাইবার সেল তাদের গ্রেফতার করে। যারা সব সময় সমাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি করে। সূত্র: এনডিটিভি
আসাম পুলিশের বিশেষ শাখা (এসবি) এই অভিযানের তদারকি করছে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ভায়োলেট বারুয়া বলেছে, আসাম পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানপন্থী মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে যা জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর।
সে টুইটে আরও বলেছে, আমরা এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করছি।
পুলিশ সূত্র জানিয়েছে, সামাজিক মাধ্যমে তালেবানকে সমর্থন করা ১৭-২০টি আইডি চিহ্নিত করা হয়েছে। আসামের ১১টি জেলা ছাড়াও রাজ্যের বাইরে থেকে তিনটি, দুবাই, সৌদি-আরব এবং মুম্বাই থেকে যথাক্রমে একটি করে পোস্ট দেয়া হয়েছে। তারা সবাই আসামের নাগরিক। বাইরের তিন জনের তথ্য যাচাই-বাছাই শেষে ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে বিস্তারিত তথ্য হস্তান্তর করা হবে।