মালির মোপ্তি রাজ্যে “ডোজো” নামক একটি মিলিশিয়া গ্রুপের উপর হামলা চালিয়েছেন আল-কায়েদা মুজাহিদিন। এতে ২৭ মিলিশিয়া সদস্য হতাহত এবং আরও ৬০ সদস্য নিখোঁজ হয়েছে।
আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা “জিএনআইএম” এর আঞ্চলিক গ্রুপ “কাতিব আল-মাসিনা” বিগ্রেডের মুজাহিদগণ গত ১৬ আগস্ট মালির মোপ্তি রাজ্যে সন্ত্রাস বিরুধী একটি বীরত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন।
সূত্র জানায়, মোপ্তি রাজ্যের মারবাগুত এলাকায় ডোজো নামক একটি মিলিশিয়া গ্রুপের উপর এই হামলাটি চালানো হয়েছে। যাতে মিলিশিয়া গ্রুপটির ১৭ সদস্য নিহত এবং আরও ১০ সড়স্য আহত হয়েছে। এছাড়াও হামলার পর নিখোঁজ হয়েছে আরও ৬০ মিলিশিয়া সদস্য। ধারণা করা হয় এই সদস্যদেরকে আল-কায়েদা মুজাহিদগণ বন্দী করেছেন নয়তো এরা গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও পালিয়ে গেছে।
লক্ষণীয় যে, এই মিলিশিয়ারা সাহেল অঞ্চলে মুজাহিদদের নিয়ন্ত্রিত ভূমিতে মুজাহিদ সমর্থকদের উপর হামলা চালানো, জনগণের সম্পদ লুটতরাজ করা এবং ক্রুসেডার ও মুরতাদ বাহিনীর হয়ে মুক্ত অঞ্চলগুলোতে অস্থিরতা তৈরি করার মত নিকৃষ্ট সব কাজের সাথে জড়িত। যার ফলে এসব মিলিশিয়া গ্রুপগুলোকে নির্মূল করতে সাহেল অঞ্চলে অভিযান চালাচ্ছেন আল-কায়েদার জানবায মুজাহিদগণ।
উল্লেখ্য যে, গত ১৯ আগস্ট একই রাজ্যের বুনী শহরে মালিয়ান মুরতাদ বাহিনীর উপরেও একটি বীরত্বপূর্ণ হামলা চালিয়েছেন মুজাহিদগণ। আমরা এক রিপোর্টে উক্ত হামলায় ৫৯ সেনার হতাহত (১৭ নিহত, ৪২ আহত) হওয়ার তথ্য প্রকাশ করেছিলাম। সর্বশেষ মুজাহিদগণ উক্ত অভিযান থেকে প্রাপ্ত ৭টি গাড়িসহ বেশ কিছু গনিমতের ছবিও প্রকাশ করেছেন।
উভয় অভিযান শেষে মুজাহিদদের প্রাপ্ত গনিমতের কিছু দৃশ্য দেখুন…