ভারতে মধ্য প্রদেশের উজ্জয়িনী জেলার মাহিদপুরের কাছে একটি গ্রাম। সেখানের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় এক মুসলিম ব্যবসায়ীকে দুজন হিন্দু ব্যক্তি ঘিরে রেখে বলছে, “ এই গ্রামে ব্যবসা করতে হলে জয় শ্রী রাম বলতে হবে।
Muslim Man In Ujjain Forced To Chant Jai Shri Ram,2 accused have been arrested under sections 323, 294, 331,153(A), 505(2),34 of IPC @ndtv@ndtvindia pic.twitter.com/wqiIi1Qfbz
— Anurag Dwary (@Anurag_Dwary) August 29, 2021
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এই দুই মালাউন মুসলিম ওই ব্যবসায়ীকে জোর জয় শ্রী রাম বলানোর চেষ্টা করছে, মুসলিম ব্যবসায়ী একসময় তাঁদের হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টাও করেন কিন্তু এই দুই গেরুয়া সন্ত্রাসী তাঁকে যেতেও দেয়নি। শেষে তিনি বাধ্য হয়ে ‘জয় শ্রীরাম’ বলেন।
সংবাদ সূত্রে জানা গিয়েছে এই দুই মালাউনের নাম ঈশ্বর ও কমল।
উল্লেখ্য, গত সপ্তাহে মধ্য প্রদেশের এরকমই আরেকটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায় ইন্দোরে এক মুসলিম চুড়ি বিক্রেতা হিন্দু নাম নিয়ে চুড়ি বিক্রি করার ফলে তাঁকে মারধোর করে কয়েকজন হিন্দু যুবক।